তোমায় দেখেছিলাম ~কবিতা [ স্বদেশ কুমার গায়েন ]
জোছনা রাত্রির একলা ছাদে হাঁটতে হাঁটতে দেখেছিলাম ঐ রাতের মায়াময় নীহারিকা।
দেখেছিলাম,আকাশের বুকে চাঁদের মুখ লুকানো; মেঘের সাথে লুকোচুরি খেলা।
না, মিথ্যে কথা;
আমি কিছুই দেখিনি সেসব।
আমি তোমায় দেখেছিলাম মেঘের ঘাটে বসে থাকতে,চাঁদের তরীতে....
জোছনা সমুদ্রের জলে।
আমি,তোমায় দেখেছিলাম সাদা বরফের কোলে,তুষারের কনায়,
সমুদ্রের ফেনিল জল তরঙ্গে।
শিশির চাদরে ঢাকা সবুজ
তৃনকনায়,আর.....
বৃষ্টি ভেজানো পিয়াল শালের পাতায়;
সকালের রোদ মাখা আদরে,ধূসর অপরাহ্নের আবির রাঙা আকাশ কোনে,
সবুজ মাঠের ঘাস ফড়িং এর দেশে।
আমি,তোমায় দেখেছিলাম আমার চোখের পাতায়,বুকের করিডোরে জল নুপূর পায়ে;
নিঝুম রাতের কান্না ভেজানো,স্যাঁতস্যাতে
রাতের বিছানায়।
আমি তোমায় দেখেছিলাম...........।
স্বদেশ কুমার গায়েন [২০১২]
Comments
Post a comment