Vuter Golpo : একটি ভূতের গল্প - ঘাটশিলার আতঙ্ক স্বাগতম গল্পপড়ুয়া বন্ধুরা। Vuter Golpo পড়তে আমরা ছোটো থেকেই সবাই ভালবাসি। তাই আজ একটি ভূতের গল্প পোস্ট করা হল। আশা করব গল্পটি পড়ে আপনাদের মতামত জানাবেন। (১) সেদিন আমাদের আড্ডায় হঠাৎ করেই ভূতের প্রসঙ্গ চলে এল।কি করে এল,কেমন ভাবে এল জানি না।তবে কথা টা প্রথম বলল সৌম্য।সৌম্য কান্ত সরকার।নিজেকে অনেক সময় ভূতের বাপ বলে মনে করে সে।সৌম্যের আগে হয়তো কেউ ভূত নিয়ে কাঠি করেছিল।তাই সৌম্য কথাটা তুললো।সাধরনত আমাদের আড্ডায় ভূতের প্রসঙ্গ কম আসে।বেশিরভাগ পেত্নীর প্রসঙ্গ আসে-মানে মেয়েদের বিষয়।ভূতের কথা উঠতেই, সৌম্য জোর দিয়েই বললো,ভূত বলে কিছু নেই। সেই সাথে তার দলের অমিত হ্যাঁ হ্যাঁ করে উঠলো। অমিত ও ডাকাবুকো ছেলে।সেও নিজেকে ভূতের কাকা বলেই মনে করে।এমনি এমনি এরা ভূতের বাবা-কাকা উপাধি পায়নি। আমাদের পাড়ায় এদের দুজনের সাহসীকতার অনেক পরিচয় আছে। সন্ধ্যা নেমেছে।সামনের বড় দোতলা বাড়ির মাথার উপর চাঁদ উঠেছে।বড় থালার মতো চাঁদ। সন্ধ্যা বেলা ক্লাবের সামনেটা আড্ডাবাজ রকে পরিনত হয় আমাদের সৌজন্য।লম্বা-লম্বা দু'খানা ইট-সিমেন্ট দিয়ে তৈরী বসার বেঞ্চ।সন্ধ্যা
Golpo Poruya
Bengali Quotes |Caption| Golpo | Kobita |