বিকাশ কুমার দে,রেলের একজন বড় অফিসার। এক পুত্র আর স্ত্রী নিয়ে তার সুখের সংসার। মাস গেলে মোটা টাকার বেতন। তার উপর টেবিলের নীচে দিয়ে উপরি পাওনা, বেতনের থেকেও বেশী। রেলের বড় বড় কোয়ার্টার, বিল্ডিং বানাচ্ছেন নিজ দায়িত্বে। সিমেন্টের পরিবর্তে শুধু বালি....বালি...। আর সিমেন্টের টাকা ডুকছে তার বাম পকেটে। বিল্ডিং গুলো কত দিন খাড়া হয়ে থাকবে তার গ্যারেন্টি নেই।যাইহোক, নিজের ঘর তো নয় সরকারের জিনিষ।নিজের তিনতলা বাড়ি,সুন্দর করে সাজানো।এত বড় বাড়ি করার ইচ্ছে তার ছিল না কিন্তু স্ত্রী র আবদার তিনি ফেলতে পারেন নি।
অনেক বছর পরের ঘটনা। এক শ্রাবনের দুপুর। সকাল থেকেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর সেই সাথে ঝোড়ো হাওয়া। বিকাশ বাবুর মন টা কেমন করতে লাগল অফিসে বসে,স্ত্রী ও পুত্রের জন্য। গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরতে লাগলেন। বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে বাড়িটাকে দেখতে পেলেন না,চারিপাশে মানুষের ভিড়,কোলাহল।গাড়ি থেকে নেমে তিনি দিশাহারা হয়ে গেলেন,কয়েকজন ছুটে এলেন তাকে ধরার জন্য।তার সাধের তিন তলা বাড়িটা ভেঙে পড়ে আছে।অনেক চেষ্টার পর তার স্ত্রী ও পুত্রের মৃতদেহ টা বের করা হল।বিকাশ বাবুর পরান টা হু হু করে উঠল,আর সেই সাথে তার চোখের জল বৃষ্টি হয়ে মিশে গেল রাস্তার জমে থাকা জলের সাথে।
স্বদেশ কুমার গায়েন [২০১৫ ]
Comments
Post a comment