(১) -"দেখিস,আজ বিকেলের এই বৃষ্টিই বলে দেবে,আমরা পরষ্পর কে ভালোবাসি কিনা!" কথাটা বলে অহনা রাস্তার উপর ছুটে যায়।ঝম ঝম শব্দে বৃষ্টি নেমেছে।কালো পিচ রাস্তার উপর বৃষ্টির ফোঁটা পড়ে যেন ফোয়ারা তৈরী হচ্ছে। আমি বোকার মতো এক মুহুর্ত বসে থাকি।বৃষ্টি কি করে বলে দিতে পারে......! গল্পটি একটু আগে থেকে শুরু করি। তখন আকাশ পরিষ্কার ছিল।এরকম বৃষ্টি নামতে পারে, আমরা কেউ কেউ কল্পনা করতে পারিনি।তবে কয়েকদিন ধরে বেশ দাবদাহ চলছে।এই বৃষ্টিটাই তার কারন।দু'জন রাস্তা ধরে হেঁটে চলেছি। -"আমরা পরষ্পর কে সত্যিই ভালোবাসি তো?" অহনা কপালের উপর থেকে চুল গুলো সরিয়ে বলে। মাথার উপর গনগনে রোদ।আমি কুলপিবরফ খাচ্ছিলাম।মন্দ লাগছিল না।অহনার কথা শুনে আমার মুখের ভেতর মট করে ভেঙে গেল সেটা। অর্ধেক টা মুখের ভেতর আর বাকি টা বাইরে বের করে আনি।হাঁ করে অহনার দিকে তাকিয়ে থাকি।কথা বলতে পারি না।আমাদের সম্পর্কের এক বছর হতে চলল প্রায়।আর এখন এসে এরকম একটা কথা শুনতে হল!এর আগে আমি কালা হয়ে যায় নি কেন? -"ডাইনোসরাসের মতো ওরকম বড় হাঁ করে আছিস কেন?"অহনা মুখ বেঁকিয়ে,চোখ গুলো বড় বড় করে বলে। অহনার হাতেও একটা
Bengali Quotes |Caption| Golpo | Kobita |