প্রথম প্রচেষ্টায় চাকরী টা হয়ে গেল। কোনোদিন ভাবেনি,এরকম ভাবে হাসতে হাসতে দুম করে একটা কেলো ঘটে যাবে জীবনে। যাইহোক আমার চাকরীটা হল,দক্ষিন-পূর্ব রেলে। ডি-গ্রুপের চাকরী।পোস্টিং হল খড়গপুর। খড়গপুর নামটা বই এর পাতায় পড়েছিলাম। এক সময়ের পৃথীবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম। কোনোদিন ভুল বশত যাওয়া ও হয়নি। আর আজ সেখানেই আমার গন্তব্য হবে,এটা কল্পনাতেও ভাবেনি কখনও। নির্দিষ্ট দিনে বেরিয়ে পড়লাম।ক্যানিং থেকে ফার্স্ট ট্রেনে শিয়ালদহ।শিয়ালদহ থেকে বাস। সোজা হাওড়া।যখন হাওড়া পৌঁছোলাম,তখন ঘড়িতে পাঁচটা পঁইত্রিশ বাজে।আমার পিঠে একটা কলেজ ব্যাগ।নিজের কিছু জামা-প্যান্ট, কিছু দরকারী কাগজ পত্র ব্যাগে।আর একটা জলের বোতল।তেমন ভারী কিছু নয়।আমার ট্রেন সকাল ছ'টায়।রুপসী বাংলা এক্সপ্রেস। যথাসময়ে পিঠে ব্যাগ টা চাপিয়ে রুপসী বাংলায় উঠে পড়লাম।ভাগ্যটা ভালোই ছিল,তাই জানালার কাছের সিট টা পেয়ে গেলাম আমি। ঠিক ছ'টা দশে ট্রেন নড়ে উঠল।তারপর ধীরে ধীরে প্লাটফর্ম ছেড়ে বেরোলো।আমি যেসময়ের কথা বলছি,সেসময় রুপসী বাংলা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়তো। দুপাশের বড় বড় বাড়ি,কোহাহল কে পিছনে রেখে ট্রেন ছুটলো ঝড়ের গতিতে।জানালার পাশে বসে আমার চ
Bengali Quotes |Caption| Golpo | Kobita |