(১) সকালবেলা ঘুম থেকে উঠে,চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দায় চেয়ার পেতে বসলাম।শীতের সময়।কুয়াশা ভেঙে,রোদ রেলিং এর ফাঁক দিয়ে বারান্দায় এসে পড়ছে।আমি পা দু'টো রোদে ছড়িয়ে দিয়েছি।একটা উষ্ণ অনুভব পেলাম। কিছুক্ষন আগে কাগজওয়ালা,কাগজ দিয়ে গেছে।চায়ের কাপে,একটু করে চুমুক দিচ্ছি,আর কাগজের হেড লাইনে চোখ বোলাচ্ছি।হঠাৎ কলিং বেল টা বেজে উঠল।বিরক্ত হয়ে চায়ের কাপে একটা চুমুক দিয়ে,নীচে নেমে দরজা খুলে দেখি সন্দীপ।এত সকালে সন্দীপের আগমন দেখে একটু অবাকই হয়ে গেলাম।আমাকে দেখে বলল,-"উপরে চ! একটু দরকার আছে।" সন্দীপ আমার কলেজের বন্ধু।কাছের বন্ধু যেমন হয়,ঠিক তেমন।ও এখন সিনেমার সঙ্গে যুক্ত।না, অভিনয় করে না।টেলিফিল্ম বানায়।অতটা পরিচিত নয়।উপরে উঠে একটা চেয়ার এগিয়ে দিয়ে,সন্দীপ কে বসতে দিলাম।বললাম,-"ভাই, একটু বোস,আমি চা করে আনছি।" -"আরে না,চা-টা লাগবে না।এখুনি খেয়ে আসছি আমি।" সন্দীপ বলল। আমি চেয়ার নিয়ে বসে পড়লাম।এখানে একটু আমার পরিচয় দিয়ে নিই।আমার নাম সমীরন মজুমদার।বয়স আঠাশের কাছাকাছি।একা থাকি। বিয়ে-থা করি নি।একটা স্কুলে ক্লার্কের কাজ করি।সন্দীপ আমার দিকে তাকিয়ে বলল,-"একটা
Bengali Quotes |Caption| Golpo | Kobita |