(১) –"তো মিসেস সেন, প্রতিদিন কত বার শারীরিক সম্পর্ক করেন আপনারা?" পুরো নাম পিয়াশ্রী সেন। হাসি,খুশি, উচ্ছ্বল, প্রানবন্ত মেয়ে।সবাই ছোটো করে পিয়া বলে ডাকে।ছোটো বেলায়,বাবা–মা,দাদা পরিবারের সবাই আদর করে পিয়া বলে ডাকত।এখন অফিসের বন্ধুরা ডাকে।সাড়ে পাঁচফুটের পাতলা, চিকন,ফর্সা,সুডৌল চেহারায় যৌবনের সমস্ত রুপ–লাবন্য,কানায় কানায় পরিপুর্ন।অঙ্কুরিত কচি ঘাসের মতো চকচকে ঠোঁটের মৃদু হাসি যে কাউকে খুন করে ফেলতে পারে।বয়েস খুব বেশী হলে ছাব্বিশ, বছর খানেক হল বিয়েও হয়েছে। জেলা শহরের একটা বেসরকারি অফিসে ক্লার্কের পদে সাত মাস ধরে কাজ করছে।বাড়ির বউ এর বাইরে কাজ করা নিয়ে শ্বশুর বাড়িতে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত পিয়ার জেদের কাছে হার মানে সবাই। থানার বড়বাবুর এরকম অপদার্থ মুলক প্রশ্নে অস্বস্তি তে পড়ল পিয়া। মাথাটা ডান দিক– বাঁদিক কাত করে,আড় চোখে থানার ভেতর টা একবার দেখে নিল।সিলিং ফ্যান টা উপরে খট খট শব্দ করে ঘুরছে।অন্য পুলিশ গুলো সব মুখ চেপে চেপে হাসছে। হাসবেই তো! দারুন একটা মজার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। রসালাপে সবাই একটু মজাই পায়। –"দেখুন,লজ্জা পাবেন না মিসেস সেন। ইনভেস্টিগেশনের প্রয়োজন
Bengali Quotes |Caption| Golpo | Kobita |