21+ Sad Quotes Of Love In Bengali 2020 - Bangla Sad Quotes Collection
Looking for Sad Quotes Of Love in Bengali 2020 ? Don't worry, Here is the Best Place for You. If you love to read Sad Quotes of love in Bengali, then here is the best collection for you.
Bangla Sad Quotes 2020 are emotions that we express when we Bengali people are being sad. We often try to find Bangla Sad Quotes to express our feelings. When we feel broken in love we search for Sad Quotes of Love In Bengali. Sad Quotes of Love in Bengali is a good way to express our situation. Through this Sad Quotes of love in Bengali, we convey our emotions.
So if you are looking for such Sad Quotes of love in Bengali you are here in the right place. You can use this Bangla Sad Quotes 2020 in your profile pic, in Fb or you can share this Sad Quotes of Love in Bengali 2020 for your What's app status. Here are some of the Bangla Sad Quotes given below:
Sad Quotes Of Love In Bengali 2020
- আর নেই কোনো অভিযোগ, না আছে আর অভিমান,এক রাশ শূন্যতা জমে হয়েছে আজ পাহাড় প্রমান।।- অনামিকা সাহা
- কিছু ভালোবাসা ঝড়ে পরে, হয়ে নোনাজল,মন জমিনে কোনো দিন আর ফলে না ফসল।।- অনামিকা সাহা
- কত বসন্ত কেটে গেল তোর অপেক্ষায়, তুই আর ফিরলি না, তাই বোধহয় জানতে চাসনি ঠিকানা, রইল না কথা দিয়ে না রাখার কোনো মিথ্যে বাহানা।।- অনামিকা সাহা
- তোর অপেক্ষায় আমার দু চোখে ঝড়ে শ্রাবণ, জানি মন জমিনে আমার হবে না তোর প্রেমের অকাল বর্ষন।।- অনামিকা সাহা
- জীবন প্রতি মূহুর্তে রঙ বদলায়, কালের হাতে হায়! আমরা সবাই বড্ড অসহায়।।- অনামিকা সাহা
- সময়ের স্রোতে চেনা মুখটা হয়ে উঠে অচেনা, যে ছিল সব থেকে আপন, তার ঠিকানাই আজ অজানা।।- অনামিকা সাহা
- এভাবেই প্রতিরাতে আমার স্তব্ধ শহরে, কিছু নিষ্পাপ ভালোবাসা মাটি চাপা পড়ে।।- অনামিকা সাহা
- সেদিন ওই পুরানো গলিটা ধরে ফিরছিলাম,তোর বাড়ির সামনে এসে একবার দাঁড়ালাম, তোর সুন্দর মুখটা বার বার মনে পড়ে যাচ্ছিল জানিস! আর সঙ্গে তোর কদর্য মিথ্যে গুলোও, এগিয়ে এলাম, তোর মিথ্যে গুলো নিয়ে খুব ভালো থাকিস।।- অনামিকা সাহা
- তোর মতো বন্ধু থেকে শত্রু অনেক ভালো, বুঝতে উঠতে পারিনি তোর ভেতরটা এতো কালো।।- অনামিকা সাহা
- প্রতি রাতে এই শহরের নিস্তব্ধতা বাড়ায় মনের বিষন্নতা, জমা অভিমানে পূর্ণ হয় এই বুকের শূন্যতা।।- অনামিকা সাহা
- আজও তোর মুখটা পড়লে মনে, শ্রাবণ নামে আমার চোখের কোনে।।- অনামিকা সাহা
- আঁধার রাতে একলা ঘরে বাড়ে বুকের ক্ষত, মনে পড়ে যায় মন খারাপের গল্প যতো।।- অনামিকা সাহা।
- 'এই গল্পটা তো একান্তই আমাদের হতে পারতো, পেলে পাশে তোকে, জীবনটা আজ অন্য রকম কাটতো।।'- অনামিকা সাহা।
- 'ভালবাসা আজও আছে, মরে গেছে মন, রাত গুলো একা, বিষন্নতা মাখা; তোকে খোঁজে সর্বক্ষন'। - স্বদেশ কুমার গায়েন।
- 'ভিজে বালিশে, স্বপ্ন এঁকে যাই -রাত গুলো খোঁজে তোকে; আয় ফিরে আয়, চোখের পাতায়, ভেজা মেঘের নোলকে।'- স্বদেশ কুমার গায়েন।
- 'বোঝেনা যখন কেউ তোমায়, তখন চুপ থাকাটই শ্রেয়, নি:শব্দে তুমি তোমার কাজ করে যেয়ো।'- অনামিকা সাহা।
- ' যতক্ষন না, তোমার ভাঙবে হৃদয় -বুঝবে না, তুমি ভালবাসা কারে কয়'। - স্বদেশ কুমার গায়েন।
- ' কথা ছিল, এক বিকেল বেলায় হেঁটে যাব সবুজ মাঠে; আজও অপেক্ষায়, বসে থাকি হায় দিন গুলো আজ শূন্য কাটে।'- স্বদেশ কুমার গায়েন।
- 'ভালবাসা চলে যায়, ভালবাসা আসে -স্মৃতি গুলো রয়ে যায়,মনের ক্যানভাসে।' - স্বদেশ কুমার গায়েন।
- 'মন জুড়ে রঙ- তুলির, আঁকিবুকি কাটা, একলা ঘরে, শূন্য মনে আমি বসে একা। ' - স্বদেশ কুমার গায়েন।
- 'মন খারাপের ডায়রী জুড়ে, তোকে নিয়ে লেখা একলা ঘরে , পড়তে পারিস- যখন থাকবি একা'। - স্বদেশ কুমার গায়েন।
- ' ভালবাসা বলে কিছু ছিল না, তোর কাছে, বুঝবি সেদিন, হারাবি যেদিন ভালবাসার মানুষ টাকে '। - স্বদেশ কুমার গায়েন।
……….,/¯../ /
ReplyDelete………/…./ /
…./´¯/’…’/´¯¯.`•¸
/’/…/…./…..:^.¨¯\
(‘(…´…´…. ¯_/’…’/
\……………..’…../
..\’…\………. _.•´
…\…………..(
….\…………..\.
ভালোবাসার গল্প পড়তে আমাদের সাইটে আসুন ।
আসা করি আপনাদের পছন্দ হবে আমাদের গল্প সমূহ। click here